তজুমদ্দিনে গাঁজাসহ আটক দুইজন

তজুমদ্দিনে গাঁজাসহ আটক দুইজন

 
ভোলার তজুমদ্দিনের পুলিশ গাঁজাসহ দুইজনকে আটক করেছে। মঙ্গলবার ওই দুইজনকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

থানা অফিসার ইনচার্জ এসএম জিয়াউল হক জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার দক্ষিন খাসেরহাট বাজারের স্ব-মিলের কাছ থেকে ১৯ পুরিয়া গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। তারা হলো- শম্ভুপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হাবিবুল্লার ছেলে মোঃ নয়ন (২৮), কালাম মাঝির ছেলে মোঃ সেলিম (৩০)।

পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইজনকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।