পরীক্ষা ছাড়া ফল প্রকাশ,শিক্ষার্থীদের পাশে থাকতে হবে

পরীক্ষা ছাড়া ফল প্রকাশে কোনভাবেই সন্তুষ্ট হতে পারছেন না মেধাবী শিক্ষার্থীরা। তারপরও দীর্ঘদিন পর তাদের ব্যাপারে সরকারের ইতবাচক সিদ্ধান্তে তারা স্বস্তি প্রকাশ করেছে। একই সঙ্গে মেধাবী অনেক শিক্ষার্থী আশঙ্কা প্রকাশ করছে, তাদের যেন অটোপাশ বলে মানষিকভাবে হেনস্থা করা না হয়। এই ফল যেন তাদের পরবর্তী জীবনে নেতিবাচক কোন প্রভাব না ফেলে। তারা পরীক্ষা ছাড়া ফল প্রকাশে স্বস্তি প্রকাশ করে এরকম মন্তব্য করেছেন, আগামীতে প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় তারা তাদের এই দুঃখ কিছুটা হলেও লাঘব করতে পারবেন। তবে ভর্তি পরীক্ষা নিয়ে যেন কোন প্রশ্ন দেখা না দেয়। শরীরি উপস্থিতিতে যেন ভর্তি পরীক্ষা দিতে পারে সেরকম দাবিও করেছে তারা।
গত বছর ১ এপ্রিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল। সেই অনুযায়ী সকল প্রস্তুতি সম্পন্ন করেছিল শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো। কিন্তু করোনা মহামারী শিক্ষার্থীদের ওপর নতুন দুর্যোগ হয়ে দেখা দেয়। সরকার বাতিল করে শিক্ষা কার্যক্রমসহ সকল পাবলিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়, হবে এমন নানা দোলাচলের মধ্য দিয়ে যেতে হয়েছে শিক্ষার্থীদের। দীর্ঘ এই সময়ের মানসিক চাপে অনেকটা দিশেহারা হয়ে পড়ে তারা। পরবর্তী সময় সরকার পরীক্ষা না নিয়ে ফল প্রকাশের সিদ্ধান্ত নিলে শিক্ষার্থীদের মানসিক চাপ আরও বেড়ে যায়। একটি বছর তারা নানামুখি শারীরিক ও মানষিক যন্ত্রণার মধ্য দিয়ে সময় অতিক্রম করেছে। পরীক্ষার অপেক্ষা শেষ হলেও ফল প্রকাশ নিয়েও নানা গুঞ্জনে দিশে হারা হয়ে পড়ে অনেক শিক্ষার্থী। শেষ পর্যন্ত ফল প্রকাশ হলেও অটোপাশের দুর্নাম নিয়ে নতুনভাবে শঙ্কিত হচ্ছে তারা। বিগত এক বছর শিক্ষার্থীরা যে মানসিক চাপে ছিল সেখান থেকে ফল প্রকাশ করে কিছুটা উত্তোরণ ঘটেছে। এখন শিক্ষার্থীরা যাতে বৈষম্যের শিকার না হয়, তাদের প্রতি যেন কোন বিশেষ ইঙ্গিত করা না হয়। এব্যাপারে সরকারসহ সকলের দৃষ্টি দিতে হবে। মোট কথা শিক্ষার্থীদের পাশে থাকতে হবে।
মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ‘করোনা মহামারী আমাদের নতুন অনেক কিছু শিখিয়েছে। সেখান থেকে উত্তরণের জন্যই পরীক্ষা বন্ধ করা হয়েছিল। পরীক্ষা ছাড়া ফল প্রকাশ হলেও এই শিক্ষার্থীরা পরবর্তী প্রতিযোগিতামূলক পরীক্ষায় মেধার মূল্যায়ন পাবে। এই শিক্ষার্থীদের প্রতি যেন কোন ইঙ্গিত করা না হয়। তারা যাতে মানসিকভাবে ভালো থাকতে পারে সেব্যাপারে সবার দৃষ্টি দিতে হবে।’
করোনা মহামারীর কথা বিবেচনায় নিয়ে সরকার জেএসসি এবং এসএসসির ফল মূল্যায়ন করে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা অংশগ্রহণ করার কথা ছিল তাদের সবাকে উত্তীর্ণ ধরা হয়েছে। সেকারণেই এবছর উচ্চ মাধ্যমিকে শতভাগ পাশ করেছে।
আমরা চাই, সরকারের সিদ্ধান্তে যে ফল প্রকাশ করা হয়েছে সেটা অবশ্যই ইতিবাচক। কিন্তু করোনা মহামারির এই বিপর্যয় যেন কোনভাবেই শিক্ষার্থীদের পরবর্তী জীবনে প্রভাব না পড়ে সেদিকে অবশ্যই দৃষ্টি দিতে হবে। এটা যেন কোনভাবেই উদাহরণ সৃষ্টি না হয়। পরবর্তী সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং কর্মজীবনের পরীক্ষা নিয়েও যেন এই শিক্ষার্থীরা শঙ্কার মধ্যে না পরে সেটাও দেখতে হবে।
মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অবশ্যই প্রতিপালন হবে এমনটা আশা করছি।