তজুমদ্দিনে ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তায় এমপি শাওন

তজুমদ্দিনে ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তায় এমপি শাওন


ভোলার তজুমদ্দিনে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ৫ হাজার মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিরতণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ নূরুন্নবী চৌধুরী শাওন। সামাজিক দুরুত্ব বজায় রেখে শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাংলা বাজার নিম্ম মাধ্যমিক বিদ্যালয়, পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয় ও শিবপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠসহ বিভিন্ন স্থানে এসব খাদ্য সামগ্রী অসহায় শ্রমজীবী মানুষের মাঝে বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন। পর্যাক্রমে চাঁদপুর, সোনাপুর, মলংচড়া ও চাঁচড়া ইউনিয়নের কর্মহীনদের মাঝে এই ত্রান সামগ্রী বিতরণ করা হবে। 

খাদ্য সামগ্রী বিতরণকালে এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে একটি মানুষও খাদ্য কষ্টে থাকবে না। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আপনাদের পাশে ছুটে এসেছি। আপনার সরকারের নির্দেশনা মোতাবেক সামাজিক দুরুত্ব বজায় রাখতে এবং নিজেদের পরিবারের প্রতি সম্মান রেখে কেউ ঘর থেকে বের হবেন না। আমরা আপনাদের বাসায় খাবার পৌছে দিব। এবং এ কার্যক্রম অব্যহত থাকবে। 

এসময় উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ ফজলুল হক দেওয়ান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশ্রাফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাসেদ খান, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ফরিদ, হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, ভোলা জেলা পরিষদের সদস্য মোঃ মেহেদী হাসান মিশু হাওলাদার, শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের অধ্যক্ষ মোঃ মুঈনুদ্দীন, যুবলীগের সভাপতি শহিদুল্যাহ কিরণ, ছাত্রলীগের সভাপতি আমিন মহাজন প্রমুখ।