উদীচী ও বরিশাল নাটকের বসন্ত উৎসবে বাউল গানে মাতালেন অংশুমান
বরিশালে বসন্ত উৎসবের দ্বিতীয় দিনে বাউল গানে মাতিয়েছেন বাউল শিল্পী অংশুমান দত্ত। শনিবার সন্ধ্যায় জগদীশ সারস্বত বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠে উদীচী ও বরিশাল নাটকের আয়োজনে অনুষ্ঠিত বসন্ত উৎসবে সিলেটের বাউল ও গণসংগীত শিল্পীর গানে মুগ্ধ হন দর্শক-শ্রোতারা।
বাউল ও গণসঙ্গীতে বসন্ত উৎসবকে বর্ণিল করে তোলেন অংশুমান দত্ত। একই সঙ্গে তার সহধর্মীনী নন্দিতা দত্ত জীবনানন্দ দাশের কবিতা আবৃত্তি করে রঙের বসন্তকে প্রাণবন্ত করে তোলেন।
এর আগে বরিশাল নাটকের সভাপতি কাজল ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রবীণ চিকিৎসক সৈয়দ হাবিবুর রহমান, সংস্কৃতিজন ও সাংবাদিক অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, শহীদ আবদুর রব সেরনিয়াবত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিন, উদীচীর সহ সভাপতি কাজী সেলিনা, অধ্যাপক সঞ্জয় সাহা।
অনুষ্ঠানে একক আবৃত্তি করেন, মানবেন্দ্র বটব্যাল, সঞ্জয় সাহা, সোনিয়া আল আকসা, কাজী সেলিনা। পরে বৃন্দ আবৃত্তি করেন বরিশাল নাটক পরিচালিত আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা।
একক সংগীত পরিবেশন করেন মুনিয়া রহমান রচি, কমল ঘোষ। সমবেত সংগীত পরিবেশন করেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ বরিশাল জেলার শিল্পীরা। সব শেষে নৃত্য পরিবেশন করে শফিক ব্যালে ট্রুফ।
আজ রোববার বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হবে সমাপনি অনুষ্ঠিন। সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। আলোচার পর থাকবে আবৃত্তি, সংগীত, নৃত্য এবং গীতি নৃত্য নাটক।
উদীচী ও বরিশাল নাটক প্রতি বছর ফালগুনের প্রথম দিন বসন্ত উৎসবের আয়োজন করে। এবছর তিন দিনের বসন্ত উৎসব অনুষ্ঠিত হচ্ছে।