তারাকান্দায় সিএনজিসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

তারাকান্দায় সিএনজিসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

সিএনজিযোগে গত সোমবার বিকেলে(১৬ই নভেম্বর)উপজেলার নগুয়া হইতে কাশিগঞ্জ বাজারে আসার পথে যাত্রীবেশে ছিনতাইকারীরা সিএনজি যাত্রী নগুয়া গ্রামের রাজিয়া খাতুন(৪০)কানের দুল ও নগত ৫ হাজার টাকা ছিনতাইকালে এস,আই মোঃ আব্দুস সবুর সঙ্গীয় ফৌসসহ ওই সড়কে আসার পথে সিএনজিতে মহিলার ডাকচিৎকার শুনে ২ ছিনতাইকারী সহ সিএনজি আটক  করে।২ ছিনতাইকারীকে আটক করে।

তারকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি)আবুল খায়ের জানান, 
ধৃত ছিনতাইকারীরা হল,ময়মনসিংহ সদর উপজেলার চর ইশ্বরদিয়া গ্রামের মরজ আলীর পুত্র সিএনজি চালক মোঃ কামাল মিয়া(৩০) ও তার দুই সহযোগী শম্ভুগন্জ চামড়ার বাজার এলাকার মোক্তার হোসেনের পুত্র খলিল মিয়া (২৫)।এ সময় অপর ছিনতাইকারী  উজ্জল (৩৫) পালিয়ে যায়।

তারাকান্দা থানার এস.আই আব্দুস সবুর জানান,আন্তঃজেলা ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং ছিনতাইকারীদের হেফাজত হইতে ছিনতাইকৃত এক জোড়া কানের দুল, নগদ ৫০০০ টাকা উদ্ধার করা হয়। ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি আটক করা হয়েছে।এ ব্যাপারে ছিনতাইকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।আজ মঙ্গলবার ধৃত আসামীদের  বিজ্ঞ আদালতে সোপর্দ প্রেরণ করা হয়েছে।


ভোরের আলো/ভিঅ/১৮/২০২০