তিন অসহায় নারীকে স্বাবলম্বী করতে সমাজসেবার উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

তিন অসহায় নারীকে স্বাবলম্বী করতে সমাজসেবার উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

 সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষনে স্বাবলম্বী হবার জন্য তিন নারীকে দেয়া হলো সেলাই মেশিন। বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে বরিশাল জেলা প্রশাসক সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে তিন অসহায় দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।

সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ জানায়, নগরীর রিফিউজী কলোনী এলাকার লাকি আকতার মাদক মামলায় বছরখানেক বরিশাল কেন্দ্রীয় কারাগারে থাকায় সেখানে সেলাই মেশিন প্রশিক্ষ নেয় তিনি। কারাভোগের পর লাকি আকতার কে পূনর্বাসন করতে সেলাই মেশিন প্রদান করা হয়। এদিকে নগরীর দক্ষিন সাগরদী এলাকার মৃদূ পতিবন্ধি শাহিনুর বেগমকে তার স্বামী ফেলে রেখে চলে যাওয়া অসহায় হয়ে পড়ায় তাকে স্বাবলম্বী করতে একটি সেলাই মেশিন প্রদান করা হয়। এছাড়াও নগরীর কাউনিয়া এলাকার শান্তা ইয়াসমিন তার স্বামী পত্রিকা বিক্রি করে সংসার চালায়। স্বামীর উপার্জনে সংসার না চালায় সমাজ সেবা থেকে প্রশিক্ষন নিয়ে সেলাই কাজ সেখায় তাকে একটি মেশিন দিয়ে স্বাবলম্বী হবার সুজগ করে দিয়েছে বরিশাল জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর।


সেলাই মেশিন বিতরন কালে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী আমাদের সমাজের এসব অস্বচ্ছল মানুষদের পূনর্বাসন করতে অনেক উন্নয়ন করে যাচ্ছে। নারীরা তাদের নিজের পায়ে দাড়িয়ে সংসারকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। সরকার সবসময় অসহায় দুস্থ মানুষের পাশে থেকে সেবা দিয়ে জাচ্ছে।