টিসিবি চাহিদা অনুযায়ী পন্য সরবরাহ করতে পারছে না বরিশালে

টিসিবি চাহিদা অনুযায়ী পন্য সরবরাহ করতে পারছে না বরিশালে

বরিশালে জনগনের চাহিদা অনুযায়ী পন্য সরবরাহ করতে পারছে না ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। দির্ঘক্ষন লাইনে দাড়িয়ে ৪টি পন্য কিনতে পারলেও পরিমান কম হওয়ায় সন্তুস্ট হতে পারছেন না ক্রেতারা। এ জন্য টিসিবি’র সরবরাহে অপ্রতুলতাকে দায়ী করেছেন ডিলাররা। চাহিদা অনুযায়ী পন্য না পাওয়ায় দিনভর খাটুনী দিয়েও লোকসান গুনতে হচ্ছে তাদের। যদিও আসন্ন রমজান উপলক্ষ্যে পন্য সরবরাহ বাড়ানোর পাশাপাশি রমজান কেন্দ্রিক পন্যও সরবরাহ করার কথা জানিয়েছেন বরিশাল টিসিবি কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম।

নিত্য প্রয়োজনীয় পন্য মূল্যের উর্ধ্বগতি রোধে বিভিন্ন সময় নির্ধারিত মূল্যে পন্য সরবরাহ করে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এরই ধারাবাহিকতায় গত পহেলা মার্চ থেকে ৫০ টাকা কেজি দরে চিনি, ৫৫ টাকা কেজি দরে মসুর ডাল, ১৫ টাকা কেজি দরে পিয়াজ এবং প্রতি লিটার সয়াবিন ৯০ টাকা দরে বিক্রি শুরু করে টিসিবি। বরিশাল নগরীতে ৬১জন এবং সদর উপজেলার ৯জন ডিলার সহ বরিশাল বিভাগে মোট ১৮১জন ডিলার টিসিবি পন্য বিক্রি করছে। প্রতিদিন একেক জন ডিলারকে দেয়া হচ্ছে ৪০০ কেজি চিনি, ৪০০ কেজি ডাল, ৫০০ কেজি পিঁয়াজ এবং ২০০ লিটার সয়াবিন তেল। কিন্তু এতেও চাহিদা পূরন হচ্ছে না ডিলারদের। চাহিদা পূরন না হওয়ায় অনেক ডিলার পন্য উত্তোলন করছেন না। ডিলারের কাছে প্রয়োজনীয় পন্য সরবরাহ না থাকায় ক্রেতার মন জয় করতে পারছেন না তারা।

ক্রেতারা বলছেন, দির্ঘক্ষন লাইনে দাড়িয়ে পন্য কিনতে হয়। কিন্তু তাদের চাহিদা অনুযায়ী পন্য দিতে পারছেন না ডিলাররা। এতে তারা সন্তুস্ট নয়। তারা পন্য সরবরাহ বাড়িয়ে দেয়ার জন্য সরকারের কাছে দাবী জানিয়েছেন।

ডিলাররা বলছেন, ক্রেতার চাহিদা অনুযায়ী টিসিবি তাদের প্রয়োজনীয় পন্য দিচ্ছে না। স্বল্প পরিমান পন্য বিক্রি করে শ্রমিকের মজুরী উঠছে না তাদের। এ কারনে অনেক ডিলার পন্য উত্তোলনে আগ্রহী নয়। টিসিবি কার্যকর করতে ডিলারদের চাহিদা অনুযায়ী পন্য সরবরাহের দাবী জানিয়েছেন তারা।

টিসিবি বরিশাল অফিস প্রধান মো. শাহিদুল ইসলাম জানান, তাদের মজুদ পন্য রেশনিং করে ডিলারদের দেয়া হচ্ছে। বিদেশ থেকে জাহাজে আরও পন্য আসছে। তখন ডিলারদের চাহিদা অনুযায়ী পন্য সরবরাহ করা হবে। আসন্ন রমজান উপলক্ষ্যে রমজান কেন্দ্রিক পন্যও সরবরাহ করার কথা জানিয়েছেন তিনি।