তিন মাসের মধ্যে সবচেয়ে উত্তপ্ত দিন

তিন মাসের মধ্যে সবচেয়ে উত্তপ্ত দিন

মঙ্গলবার এ বছরে গত তিন মাসের মধ্যে সবচেয়ে উত্তপ্ত দিন কাটছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

রাজধানীসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। টানা তিন দিন ধরে বিরাজমান এ তাপদাহ আরও অন্তত কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের সর্বোচ্চ ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এটাই সর্বোচ্চ তাপমাত্রা। এসময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম বলেন, টানা তিন দিন ধরে এ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আরও দুদিন তাপমাত্রা বাড়ার প্রবণতা রয়েছে।

মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগসহ রাজশাহী ও পাবনা অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে।

শাহীনুল ইসলাম বলেন, চলতি মাসের শেষ দিকে ঝড়োহাওয়াসহ বৃষ্টি হতে পারে। তখন তাপপ্রবাহও কমে আসবে।