বরিশালে সাংবাদিক রানার বাবার ইন্তেকাল

বরিশালে সাংবাদিক রানার বাবার ইন্তেকাল


বেসরকারী টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর এর বরিশাল ব্যুরো প্রধান কাওছার হোসেন রানার বাবা নগরীর কালুশাহ্ সড়কের বাসিন্দা সমাজ সেবক সৈয়দ মোশারফ হোসেন ইন্তেকাল করেছেন।

ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৩ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন) তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর ৬ মাস ২২দিন। তিনি স্ত্রী এবং ২ সন্তান ছাড়াও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার (২৩ মার্চ) বাদ আছর মরহুমের নিজ বাড়ির মসজিদের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

সাংবাদিকের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের রুহের মাগফেরাত কমনা করে বিবৃতি দিয়েছেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু ও সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ এবং বরিশাল ইলেক্টনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (বিইমজা) ফিরদাউস সোহাগ ও সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন সুমন সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

শুক্রবার (১৯ মার্চ) দুপুরে নিজ বাসার বাথরুমে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়েন সৈয়দ মোশারফ হোসেন। এতে তার মস্তিস্কে রক্তক্ষ্মরন হয়। গুরুতর অবস্থায় তাকে ভর্তি করা হয় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার (২৩ মার্চ) ভোরে মৃত্যু হয় তার।