তৃতীয় দফায় বরিশালের ৩ উপজেলার ৫ ইউনিয়নে আজ ভোট

তৃতীয় দফায় বরিশালের ৩ উপজেলার ৫ ইউনিয়নে আজ ভোট

আজ রবিবার ২৮ নভেম্বর তৃতীয় দফায় বরিশালের ৩ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

শনিবার দুপুরের পর স্ব-স্ব উপজেলা পরিষদ থেকে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বক্স এবং সিলসহ যাবতীয় নির্বাচনী সামগ্রী প্রেরণ করা হয়। সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচনী সামগ্রী বুঝে নিয়ে পুলিশ প্রহরায় কেন্দ্রে পৌঁছান। 

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন, উজিরপুর উপজেলার গুঠিয়া, হারতা ও বামরাইল ইউনিয়ন এবং মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন এবং মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নে ইতিমধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের দুই চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। অন্য ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। ৫টি ইউনিয়নে সাধারণ সদস্য পদে ১৬৫ জন এবং সংরক্ষিত সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৫১ জন। 

৫ ইউনিয়নের ৪৯টি কেন্দ্রের ২৯৯টি কক্ষে মোট ভোটার ১ লাখ ৫ হাজার ৭১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৩ হাজার ৫২২ এবং ৫২ হাজার ১৯১ জন নারী ভোটার।
প্রতিটি কেন্দ্রে এবং কেন্দ্রের বাইরে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম।