তোমাদের মত শিক্ষার্থীরাই গড়ে তুলবে আগামীর স্মার্ট বাংলাদেশ -পঙ্কজ নাথ

বরিশালের হিজলা উপজেলার নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ে(ল্যাপটপ) কম্পিউটার এবং পরিসংখ্যান ব্যুরোর পক্ষ থেকে মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে মিনি কম্পিউটার(ট্যাবলেট) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১ এপ্রিল দুপুরে উপজেলা সদর বিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কম্পিউটার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন তোমাদের মত শিক্ষার্থীরাই গড়ে তুলবে আগামীর স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ পেরিয়ে এখন এস্মাট বাংলাদেশ গ্রাম পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন হয়েছে। এবং তোমাদের ছাত্র-ছাত্রীরা এখন দেশ-বিদেশে সুনামের সাথে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। আজকের শিক্ষার্থীরাই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে।’
এ প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীর কথা ভেবে তোমাদের হাতে জননেত্রী শেখ হাসিনা ল্যাপটপ পৌঁছে দিয়েছে এবং তোমাদের মাঝে বিনামূল্যে বই পৌঁছে দেন বছর শুরু হওয়ার আগে তোমরা তার জন্য দোয়া করবা যিনি আবারো ক্ষমতায় এসে এ দেশের এবং জনগণের সেবা করতে পারেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মাসুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ খালেদ সাইফুল্লাহ জাবেদ, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান তালুকদার, বিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, টি,টি এন্ড ডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, ভারইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামসুন্নাহার। প্রধান অতিথি তার বক্তব্যের শেষে ৪০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে(ল্যাপটপ) কম্পিউটার এবং ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯০জন শিক্ষার্থীর হাতে(ট্যাবলেট) মিনি কম্পিউটার তুলে দিয়েছেন।