থাইল্যান্ডে ভোটগ্রহণ শেষ

থাইল্যান্ডে ভোটগ্রহণ শেষ

থাইল্যান্ডে রবিবার (১৪ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হওয়া সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে প্রথম ফলাফল প্রত্যাশিত হবে।

থাই নির্বাচন কমিশন বলেছে, দেশব্যাপী ৯৫ হাজার ভোটকেন্দ্রের ফলাফল সমন্বিত করা হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এর আগে বিবিসি জানায়, এবারের নির্বাচনে পার্লামেন্টের নিম্নকক্ষের ৫০০ সদস্যকে নির্বাচিত করতে ভোট দিচ্ছেন প্রায় ৫ কোটি নিবন্ধিত ভোটার। এ ছাড়া প্রায় ২০ লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন।

এবারের নির্বাচনে প্রায় ৭০টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে বেশ কয়েকটি বড় দল থাকলেও ধারণা করা হচ্ছে, নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন নাও করতে পারে।

কয়েক দফায় সামরিক অভ্যুত্থানের কবলে পড়েছে থাইল্যান্ড। তাই এবারের নির্বাচনকে দেশটির রাজনৈতিক ইতিহাসে ‘ঘুরে দাঁড়ানোর নির্বাচন’ বলে উল্লেখ করা হচ্ছে।

তবে ২০১৪ সালে সর্বশেষ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী সেনা সমর্থিত প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা আরেকবার ক্ষমতায় আসার জন্য প্রাণপণ লড়াই চালাচ্ছেন। এ ক্ষেত্রে ধারণা করা হচ্ছে সেনাবিরোধী দুটি দলের সঙ্গে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হবে তার।

থাইল্যান্ডের বিভিন্ন জনমত জরিপ অনুযায়ী, নির্বাচনী দৌড়ে এগিয়ে আছে ফেউ থাই পার্টি। যার নেতৃত্বে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা। ৩৬ বছর বয়সী এ নারী চেষ্টা করছেন তার বাবার সমর্থকদের ভোট ধরে রাখতে। থাইল্যান্ডের গ্রামীণ ও নিম্ন আয়ের অঞ্চলগুলোকে প্রাধান্য দিয়ে প্রচারণা চালিয়েছেন তিনি।

এরপরই রয়েছে সাবেক প্রযুক্তি নির্বাহী পিটা লিমজারোয়েনরাতের নেতৃত্বাধীন মুভ ফরোয়ার্ড পার্টি। ৪২ বছর বয়সী পিটা থাইল্যান্ডের পরিবর্তন প্রয়োজন বার্তা নিয়ে তার দলকে এগিয়ে নিয়ে যাছেন।