বরিশাল নগরীতে স্বামীর বাড়িতে সুস্মিতা সরকার (১৮) নামে এক নববধূ রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় সুস্মিতার পরিবারের দায়ের করা হত্যা মামলায় স্বামী মাইনুল ইসলাম শান্তকে আটক করেছে পুলিশ। সুস্মিতা খ্রিস্টান ধর্মাবলম্বী স্বপন সরকারের মেয়ে, তার বাড়ি নগরীর নবগ্রামে। সুস্মিতা প্রেম করে মুসলিম পরিবারের ছেলে মাইনুলকে বিয়ে করেন।
এলাকাবাসী জানায়, সুস্মিতা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল। তার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মুসলিম পরিবারের ছেলে নগরীর ধোপাবাড়ি মোড়ের বাসিন্দা শান্ত’র। দুই পরিবারের অমতে মাস খানেক আগে শান্ত ও সুস্মিতা বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এনিয়ে দুই পরিবারের মধ্যে পারিবারিক কলহ চলছিল। শনিবার রাতে পারিবারিক কলহের জের ধরে সুস্মিতা গলায় ফাঁস দেয়। তখন শান্ত বাসায় ছিল না। সে বাসায় ফিরে সুস্মিতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক সাইদুল হক বলেন, সুস্মিতাকে তার স্বামী শান্ত হাসপাতালে নিয়ে গিয়েছিল। তার আগেই সুস্মিতার মৃত্যু হয়। সুস্মিতার পরিবার হত্যার অভিযোগ করায় জিজ্ঞাসাবাদের জন্য শান্তকে আটক করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে তার লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। প্রতিবেদন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।