সংবর্ধিত হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত কবি পবিত্র মুখপাধ্যায়। গতকাল বৃহষ্পতিবার সন্ধ্যায় খেয়ালীর আবদুল খালেক খান গণ পাঠাগার ও মিলনায়তনে জাতীয় কবিতা পরিষদ বরিশাল শাখা কবিকে সংবর্ধনা দেয়।
কবি পবিত্র মুখোপাধ্যায় অবিভক্ত বাংলার বরিশাল জেলার আমতলীতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম রোহিনী কান্ত মুখোপাধ্যায় এবং মাতা যোগমায়া দেবী। খুব ছোটবেলায় মাকে হারিয়ে কবির আশ্রয় হয় পিরোজপুরে মাসীর বাড়িতে। দেশ বিভাগের সময় ১৯৪৮ সালে অকালবিধবা মাসী সামান্য পূঁজি নিয়ে শিশু পবিত্র এবং যুবক পুত্রকে সঙ্গে নিয়ে কোলকাতায় চলে যান।
কবি নিজ প্রচেষ্টায় প্রথমে ভবানীপুর সাউথ সাবার্বাণ স্কুল ও পরে শ্যামাপ্রসাদ সান্ধ্য কলেজে পড়াশুনা করে ¯œাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে কোলকাতা বিশ^বিদ্যালয় থেকে ¯œাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর বেয়ারার চাকুরী নিয়ে যোগ দেন একটি বীমা কোম্পানিতে। অবসর সময় টিউশন এবং পড়াশোনা করতেন।
কবি পবিত্র মুখোপাধ্যায় প্রথম জীবনে চেতনা বয়েজ স্কুলে শিক্ষকতা করেছেন। পরবর্তী সময় তিনি দক্ষিণ চব্বিশ পরগনার বিদ্যানগর কলেজে অধ্যাপনা করেন। ওই কলেজে তিনি বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। ২০০০ সালে এই কলেজ থেকে তিনি অবসরে চলে যান।
ভবানীপুর সাউথ সাবার্বান স্কুলে পড়ার সময়ে তিনি কবিতা রচনা শুরু করেন। ১৯৫৭ সালে সাহিত্য পিপাসু কবিবন্ধুদের সাহচার্যে এবং সহায়তায় কবি প্রকাশ করেন ‘কবিপত্র’ নামে কবিতা পত্রিকা। দীর্ঘ ৬২ বছর যাবত তিনি আন্তরিকতার সঙ্গে ওই কবিপত্র প্রকাশ করে চলেছেন।
কবির প্রথম বই ‘দর্পনে অনেক মুখ’ বহু পুরষ্কারে ভূষিত হয়েছে। ২০০৯ সালে কবি রবীন্দ্র সাহিত্য পুরষ্কার পেয়েছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছেÑ দর্পনে অনেক মুখ, শবযাত্রা, হেমন্তের সনেট, আগুনের বাসিন্দা, ইবলিশের আত্মদর্শন, অস্তিত্ব অনস্তিত্ব সংক্রান্ত, বিযুক্তির ম্বেদরাজ, শ্রেষ্ঠ কবিতা, দ্রোহহীন আমার দিনগুলি, অলকের উপখ্যান, আমি তোমাদের সঙ্গে আছি, পশুপক্ষি সিরিজ, ভারবাহীদের গান, আছি প্রেমে বিপ্লবে বিষাদে।
কবি প্রধাানত দীর্ঘ কবিতার কবি হিসেবেই বেশি পরিচিত। তাঁর শবযাত্রা ও ইবলিশের আত্মদর্শন স্বার্থক দীর্ঘ কবিতার নিদর্শন। এ ছাড়াও আছে অজ¯্র খ- কবিতার বই ও সনেট গুচ্ছ। তাঁর সাহিত্য সম্ভার তাঁর জীবনবেদ বলে খ্যাত।
জাতীয় কবিতা পরিষদ বরিশাল শাখার আয়োজনে অনুষ্ঠিত কবি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের কমিশনার রাম চন্দ্র দাস।
জাতীয় কবিতা পরিষদ বরিশাল শাখার সভাপতি অধ্যক্ষ কবি তপংকর চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিম-লীর সদস্য আজমল হোসেন লাবু, উদীচী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট. বিশ^নাথ দাস মুনশী, কবি দীপংকর চক্রবর্তী, কবি নজমুল হোসেন আকাশ, চিত্রশিল্পী কাজী মোজাম্মেল হোসেন, কবি আসমা চৌধুরী, সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিন্টু কর, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক পার্থ সারথি।
আবৃত্তি করেন, পশ্চিমবঙ্গের কবি উল্লাস চট্টোপাধ্যায়, শুভদ্বীপ চট্টোপাধ্যায়, বরিশালের আবৃত্তি শিল্পী কাজী সেলিনা, শিল্পী বর্মণ মিলু।
সংগীত পরিশেন করেন, অ্যাডভোকেট বিশ^নাথ দাস মুনশী, মৈত্রী ঘরাই, মিঠুন রায়, কমল ঘোষ।
সব শেষে পরিবেশিত হয় কলকাতার উতাল হাওয়ার ব্যতিক্রমী প্রযোজনা গীতিআলেখ্য ‘উমা একটি অসমাপ্ত কবিতা’।