দাবি আদায়ে বেসরকারী শিক্ষকদের অনশন কমসূচি

দাবি আদায়ে বেসরকারী শিক্ষকদের অনশন কমসূচি
বেসরকারী শিক্ষকদের পুর্ণাঙ্গ উৎসব ভাতা ও বাড়ি ভাড়া প্রদান, অবসর সুবিদা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য অতিরিক্ত ৪ ভাগ কর্তনের প্রজ্ঞাপন বাতিল এবং মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে প্রতীক অনশন কর্মসূচি পালন করেছে বেসরকারি শিক্ষরা। বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে ওই কর্মসূচি পালন করেন শিক্ষক সমাজ। বরিশাল জেলা শিক্ষক সমিতির সভাপতি আ. মালেকের সভাপতিত্বে প্রতীক অনশন কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল আঞ্চলিক শিক্ষক সমিতির সভাপতি ফরিদুল আলম জাহাঙ্গীর, সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ, বরিশাল জেলা শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক আসাদুল হক আসাদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম। অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন সাবেক সভাপতি দাশ গুপ্ত আশীষ কুমার, মহানগর সভাপতি এইচ.এম জসিম উদ্দিনসহ জেলা ও উপজেলার বিভিন্ন শিক্ষক নেতৃবৃন্দ। পরে দুপুর ১টায় বাংলাদেশ মহিলা পরিষদ বরিশালে সভানেত্রী রাবেয়া বেগম পানি পান করিয়ে শিক্ষকদের প্রতীক অনশন ভংঙ্গ করান।