ছেলে ধরা কিংবা কল্লাকাটা এগুলো স্রেফ গুজব। আর এই গুজবে কান দিয়ে গণপিটুনী দেওয়া ফৌজদারী অপরাধ। আইন কারো হাতে তুলে নেওয়া যাবে না। সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষনিক পুলিশকে অবহিত করুন।
বুধবার বেলা ১১ টায় বরিশালে পুলিশ লাইন্সের ইন সার্ভিস সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সস্মেলনে এসব কথা বলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গুজব ও গণপিটুনি রোধে গণমাধ্যম ও জনগণের সহযোগিতা দরকার। দেশের বিভিন্নস্থানে ছেলেধরা অভিযোগে গণপিটুনি দিয়ে মানুষ মারা হচ্ছে। যা কোনভাবে কাম্য নয়। ছেলেধরা গুজব এবং গণপিটুনী রোধে পুলিশের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। যেকোন মূল্যে এই উসকানি বন্ধ করতে হবে। তার আলোকে বিভিন্নস্থানে পুলিশ মাইকিং করছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভা করা হচ্ছে। এছাড়া শুক্রবার মসজিদে মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে ইমামরা বয়ান দেবে। যারা এসব গুজব ছড়াবে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও যারা উসকানি দেবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।