দিল্লিতে সংক্রমণ কমায় কারফিউ তুলে নেয়ার সিদ্ধান্ত

দিল্লিতে সংক্রমণ কমায় কারফিউ তুলে নেয়ার সিদ্ধান্ত

করোনাভাইরাস সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় দিল্লিতে সপ্তাহ শেষের কারফিউ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

শুক্রবার অরবিন্দ কেজরিওয়ালের রাজ্য সরকার এ সংক্রান্ত নির্দেশিকা অনুমোদনের জন্য লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজলের দফতরে পাঠিয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ১৪ জানুয়ারি দিল্লিতে করোনা আক্রান্তের দৈনিক সংখ্যা ৩০ হাজার পেরিয়ে গিয়েছিল। এর পরেই ৫০ ঘণ্টার সাপ্তাহিক কারফিউ জারি করেছিল দিল্লি সরকার।

শুক্রবার রাত ১০টা থেকে শুরু করে সোমবার ভোর ৫টা পর্যন্ত এই কারফিউ জারি রয়েছে। কারফিউ চলাকালীন, শুধুমাত্র অত্যাবশকীয় পণ্য সরবরাহ এবং জরুরি পরিষেবার সঙ্গে জড়িতদের বাইরে যাওয়ার অনুমতি ছিল। এছাড়া খোলা ছিল ওষুধের দোকানও।

বৃহস্পতিবার দিল্লিতে নতুন করে ১০,৩০৬ জন সং‌ক্রমিত হয়েছেন। যা তার আগের ২৪ ঘণ্টার তুলনায় ১০.৭২ শতাংশ বেশি। মৃত্যুর সংখ্যা ছিল ৪৩। গত বছর জুন মাসে দিল্লিতে দৈনিক মৃত্যুর সংখ্যা ৪৪-এ পৌঁছেছিল। তার পর থেকে কখনওই ২৪ ঘণ্টায় এত জন করোনা আক্রান্তের মৃত্যু হয়নি।

সূত্র: আনন্দবাজার।