দুই বছর পর পটুয়াখালীতে ঈদের জামাত অনুষ্ঠিত

পটুয়াখালীতে করোনাভাইরাসের কারণে দুই বছর পর এবার একে অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
পটুয়াখালী পৌরসভার কেন্দ্রীয় পুরাতন ঈদ গা ময়দানে মঙ্গলবার সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদগাহে ঈদ জামাত পরিচালনা করেন পটুয়াখালী বড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু সাঈদ।
এছাড়া জেলা প্রশাসক ঈদ গা ময়দান (চারপাড়া) ৮ টা ১৫ মিনিটে, ডিসি স্কোয়ারে সকাল ৮ টা ৩০ মিনিটে, মদীনা জামে মসজিদ সকাল ৭ টা ৩০ মিনিটে, পুরান বাজার জামে মসজিদে সকাল ৮টায়, বড়বাড়ী জামে মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
মার্কাস জামে মসজিদ সকাল ৮ টা, উকিল বাড়ী বায়তুল ইমান জামে মসজিদ সকাল ৮ টা ৩০, বাসস্ট্যান্ড জামে মসজিদ সকাল ৮ টা ১৫ মিনিট, পল্লী বিদুৎ জামে মসজিদ সকাল ৮ টা ৩০, কলাবাগান বাবরী জামে মসজিদ ৮টা ১৫, কলাবাগান হাউজিং জামে মসজিদ ৭ টা ৩০, পুলিশ লাইন জামে মসজিদ ৮ টা ১৫, বায়তুল মামুর জামে মসজিদ ৮ টা, বায়তুল মোয়াজ্জেম পুরান বাসস্ট্যান্ড জামে মসজিদ ৮ টায়, ফায়ার সার্ভিস জামে মসজিদ সকাল ৭ টা ৩০, হাসপাতাল জামে মসজিদ সকাল ৮ টা ১৫, বড় চৌরাস্তা জামে মসজিদ সকাল ৭ টা ৩০, বিটাইপ জামে মসজিদ ঈদ গা ৮ টা, থানা পাড়া জামে মসজিদ ঈদ গা ৮ টা ১৫, পাওয়ার হাউজ জামে মসজিদ সকাল ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের নামাজ আদায় শেষে দেশ-জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।