পটুয়াখালীতে আফজাল হোসেনকে সংবর্ধনা

পটুয়াখালীতে আফজাল হোসেনকে সংবর্ধনা

আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ আফজাল হোসেন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই জনপদকে উন্নত ও সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ার জন্য স্বপ্ন দেখেছিলেন। তার স্বপ্ন বাস্তবায়নে দায়িত্ব নিয়েছেন তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।

দক্ষিণাঞ্চলের উন্নয়ন অগ্রগতির জন্য তিনি যা করছেন অতীতে কোন সরকার তা করেনি তাই দক্ষিণাঞ্চলের মানুষ তার প্রতি কৃতজ্ঞ। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার আমার প্রতি আস্থাশীল সেই কারনে বরিশাল বিভাগে সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাকে দায়িত্ব দেয়া হয়েছে। আমি আপনাদের সাথে নিয়ে কাজ করব পটুয়াখালী জেলা আ'লীগের নেতৃবৃন্দ বলেছেন দলকে ঢেলে সাজাতে চান। সমাজে যারা গ্রহণযোগ্য যাদের প্রতি মানুষের আস্থা আছে যাদের চরিত্র ভালো এবং মানুষকে সাথে নিয়ে কাজ করে তারা যদি আমাদের দলে আসতে চায় তারা যদি মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে তারা যদি জামাত-শিবির না হয় আমরা তাদেরকে সাদরে গ্রহণ করব কিন্তু যারা অতীতে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এই জনপদের টেন্ডারবাজি করেছে নেতাকর্মীকে অপদস্থ করেছে তাদেরকে নিশ্চয়ই দলে ঠাঁই দেওয়া হবে না। আমি পটুয়াখালীর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হতে আসবোনা কোন পদ প্রাপ্তির জন্য কম্পিটিশনে আসবোনা। যারা যোগ্য, যারা মেধাবী, জনগণের প্রতি যাদের কমিটমেন্ট আছে, যারা দলের অঙ্গসংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করেছে তারা এই সংগঠনের নেতৃত্বে আসবে।

 মুজিববর্ষে আওয়ামী লীগের পতাকা তলে সকল তরুণ ও যুবকদের কে সঙ্ঘবদ্ধ করতে চাই। আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় নিজ জেলা পটুয়াখালীতে জেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সোমবার বিকেলে স্থানীয় শহীদ আলাউদ্দিন শিশু পার্কে জেলা আওয়ামীলীগের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।  


জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীরের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাংসদ এসএম শাহজাদা, মহিলা সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. গোলাম সরোয়ার, যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি মো. হাসান শিকদার প্রমূখ।