দুমকিতে দুর্ঘটনায় সড়কে শিক্ষকসহ প্রানগেল ৩

দুমকিতে দুর্ঘটনায় সড়কে শিক্ষকসহ প্রানগেল ৩

পটুয়াখালীর দুমকিতে লেবুখালি - বাউফল মহাসড়কে দুর্ঘটনায় সকাল ১০ টায় পিকআপ ও দুই মোটরবাইকের সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ যায়  ১ জনের এবং হাসপাতালে নেওয়ার পথে প্রাণ যায় আরও ২ জনের। 

শনিবার (১২ মার্চ ) সকাল ১০টায় উপজেলার মুরাদিয়া  ইউনিয়নের বশিরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। 

ঘটনার পরপরই পিকআপ  চালক ও হেলপারকে পুলিশ ধরতে সক্ষম হয়েছে। তারা হলেন  বাউফলের কারখানার মৃত. মজিবর রহমান এর ছেলে জহিরুল ইসলাম (৩২) এবং পটুয়াখালী সদরের টেংরাখালির মোস্তফা মৃধা এর ছেলে মোঃ জাকারিয়া( ২৫)। তাদেরকে আইনের আওতায় আনার জন্য দুমকি থানায় নেওয়া হয়েছে। 

স্থানীয়রা জানায়, বশিরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের কাছাকাছি বিপরীত দিক হতে আসা সুজুকি (পটুয়াখালী -ল,১১-২৮৪৩) ও পালসার (পটুয়াখালী -ল,১১-২০৩৬) মুখোমুখি সংঘর্ষ হয়ে পিকআপটির(নম্বর বিহীন) ওপরে পরে । এতে ঘটনাস্থলেই বাইকদুটি দুমড়ে মুচড়ে গেলে প্রাণ যায় ১ জনের এবং বাকিদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে পথিমধ্যে আরও ২ জনের প্রান যায় । 

খবর নিয়ে জানা গেছে, ঘটনা স্থলে মৃত্যু ব্যক্তি বদরপুরের আঃ রহমান এর ছেলে বায়জিদ (১৫)
এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু লাউকাঠির শিয়ালি গ্রামের হিরা (২৩), আবুল কাসেম মাধ্যমিক বিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিষয়ের সদ্যনিয়োগ প্রাপ্ত সহ শিক্ষক আবু ইউসুফ  আলী (৩৫)। তার বাড়ি পটুয়াখালী জেলা সদরের ছোট বিঘাইতে। আহত মানিককে (২৭) উন্নত চিকিৎসার জন্য বরিশালের শেবাচিম হসপিটালে পাঠানো হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চত করে দুৃমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ সালাম বলেন,  ভিক্টিমদের  পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেব।