দুমকিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে সয়াবিন তেল জব্দ

পটুয়াখালীর দুমকিতে সয়াবিন তেলের কৃত্রিম সংকট রোধ ও সরবরাহ করতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)। এ সময় তিনটি গোডাউনে মজুতকৃত ৩ হাজার ১ শত ৬ লিটার তেল জব্দ করা হয়।
পরে তা বাজারে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়। একই সঙ্গে বেশ কয়েকটি গোডাউন মালিককে সতর্ক করা করা হয়েছে। সবচেয়ে বেশি জব্দকৃত ব্যবসায়ী ফিরোজ স্টোরের মালিক মোঃ ফিরোজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ মে) সকাল থেকে বিকেল ৩ টা পর্যন্ত উপজেলার বোর্ড অফিস বাজারে এসব অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনেয়ারা বেগম। এ সময় অভিযানে সহায়তা করেন দুমকি থানা পুলিশ সদস্যরা।
অভিযান পরিচালনা কালে ফিরোজ স্টোরের গোডাউন থেকে ২৫৯০ লিটার, শহিদ স্টোরের গোডাউন থেকে ৪৬০ লিটার ও রুহুল আমীন স্টোরের গোডাউন থেকে ৫৬ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়।
এছাড়াও বাজারে সয়াবিন তেলসহ অন্যান্য পণ্যের সরবরাহ ঠিক রাখা এবং অতিরিক্ত মজুদ না রাখতে বিক্রেতাসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতি আহ্বানও জানান তিনি।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনেয়ারা বেগম সাংবাদিকদের জানান, কয়েকটি গুদামে সয়াবিন তেল মজুত রাখায় তাদের সতর্ক ও জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে বাজারে ন্যায্যমূল্যে তেল সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। তিনি আরও বলেন, তেলের কৃত্রিম সংকট মোকাবিলায় অসাধু ব্যবসায়ীদের কঠোর শাস্তির বিধান রেখে মাঠে প্রতিনিয়ত কাজ করবো এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।