বরিশালে লঞ্চ থেকে ২০ কেজি গাঁজাসহ যুবক আটক

বরিশালে লঞ্চ থেকে ২০ কেজি গাঁজাসহ যুবক আটক

বরিশাল-ঢাকা রুটের বিলাসবহুল এমভি সুরভী-৭ নামে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ নুর মোহাম্মদ রমজান (২৩) নামে এক যুবককে আটক করেছে কোস্টগার্ড।

শনিবার (১২ নভেম্বর) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার-বিএন খন্দকার মুনিফ তকির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

নুর মোহাম্মদ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন চরচাতোলা গ্রামের বাসিন্দা কবির মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোররাতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট এম আতাহার আলীর নেতৃত্বে বরিশাল স্টেশনের সদস্যরা কীর্তনখোলা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঢাকা হতে বরিশালগামী যাত্রীবাহী এম ভি সুরভী-৭ লঞ্চে তল্লাশি করে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় নুর মোহাম্মদকে আটক করা হয়েছে।

জব্দ করা গাঁজা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বরিশাল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।