দুর্ঘটনার ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল শুরু

দুর্ঘটনার ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল শুরু

সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে রেল চলাচল শুরু হয়েছে। 

শনিবার (১১ জুন) বিকেল ৫টায় দুর্ঘটনা কবলিত ট্রেনেটি সিলেটের অভিমুখে যাত্রার মাধ্যমে সিলেটের সঙ্গে সারাদেশে ট্রেন চলাচল শুরু হয়েছে।

এর আগে দুপুর ১২টার দিকে সিলেট-আখাউড়া রেলপথের মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগর ও মনু রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী চককবিরাজি এলাকায় চলন্ত অবস্থায় ট্রেনটির তিনটি বগিতে আগুন লাগে। 

এ ঘটনায় দুপুর থেকে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আগুন লাগার খবর পেয়ে কমলগঞ্জসহ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলে ৪ ঘণ্টা পর বিকাল ৫টায় সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

দীর্ঘসময় অতিবাহিত হওয়ায় ট্রেনের সামনের ৮টি বগির যাত্রীরা কুলাউড়া স্টেশনে ও পিছনের বগির যাত্রীরা নিজ নিজ খরচে সড়কপথে সিলেটসহ বিভিন্ন গন্তব্যে পৌঁছান। 

শমসেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দীন দেশ রূপান্তরকে বলেন, ঘটনার পর থেকে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি লংলা স্টেশনে ও চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গলে আটকা পড়ে। আগুন পুরোদমে নিয়ন্ত্রণে আসলে বিকাল ৫টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এতে প্রায় ৫ হাজার যাত্রী দুর্ভোগে পড়েন।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, আগুন লাগার ঘটনায় মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হককে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।