দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষ্যে বরিশালে মহড়া

দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষ্যে বরিশালে মহড়া

জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষ্যে বরিশালে দুর্যোগ মহড়া অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সহযোগীতায় এবং জেলা প্রশাসনের উদ্যোগে বরিশাল জিলা স্কুল মাঠে সোমবার সকাল সাড়ে ১১টায় এই মহড়া প্রদর্শন করা হয়। মহড়া প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। 

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে মহড়া প্রদর্শন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মমতাজ উদ্দিন আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হোসেন চৌধুরী প্রমুখ। 

অনুষ্ঠানে বহুতল ভবনের অগ্নিকান্ড হলে নিজেকে রক্ষার কৌশল, টিন-কাঠের ঘরে আগুন লাগলে আত্মরক্ষা এবং গ্যাস সিলিন্ডারে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে তাৎক্ষনিক নিভিয়ে ফেলার কৌশল প্রদর্শন করা হয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ নগরবাসী এই মহড়া প্রত্যক্ষ করেন। 

এদিকে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।