বরিশালে চার খাবার হোটেলে জরিমানা

বরিশাল নগরীতে ৪টি খাবার হোটেল থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েলের নেতৃত্বে সোমবার দুপুরে নগরীর চরকাউয়া খেয়াঘাট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমান আদালতের প্রসিকিউশন কর্মকর্তা সিটি করপোরেশনের স্বাস্থ্য পরিদর্শক সৈয়দ এনামুল হক জানান, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরী ও খাবারে নিষিদ্ধ ক্যামিকাল মিশ্রনের দায়ে মা হোটেল, মায়ের দোয়া হোটেল, আব্দুর রাজ্জাক হোটেল এবং আল্লাহর দান বিরিয়ানি হাউজকে ৩ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েল।