দূর্নীতিবাজদের প্রশ্রয় দেওয়ার প্রশ্নই উঠে না - আনোয়ার হোসেন মঞ্জু

দেশে রাজনৈতিক দলীয়করন হওয়ার কারণে অনেকে রাজনীতির আড়ালে লুটপাট করতে ব্যস্ত হয়ে পড়েছে । তবে এসকল দূর্নীতিবাজদের প্রশয় দেওয়া যাবে না বলে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি।
গতকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালী বিসমিল্লাহ চত্বরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
এসময়ে আরও বলেন, তিনি ভান্ডারিয়ার মানুষের জন্য অনেক কাজ করেছেন, যা নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা হয়। সবাই ঐক্যবদ্ধ থাকলে যেমন উন্নয়ন সম্ভব তেমনি অন্যায় অবিচার রুখে দেওয়া যায়। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের জন্য কাজ করতে আহবান জানান।
ভান্ডারিয়া উপজেলা জেপির সভাপতি মনিরুল হক মনি জোমাদ্দার এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে
বক্তব্য রাখেন জাতীয় পার্টি জেপির ভান্ডারিয়া উপজেলার সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম উজ্জ্বল ও জাতীয় পার্টি জেপির নেতা সওকত হোসেন সিপাহী।
এসময়ে মঞ্চে উপস্থিত ছিলেন
তীয় পার্টি-জেপির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও ভাণ্ডারিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, ভাণ্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি-জেপির সহ-সভাপতি ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম খোকন সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ও জেপির সভা নেত্বী আসমা আক্তার,
পৌর জেপির সদস্য সচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, উপজেলা যুব সংহতির আহ্বায়ক রেজাউল হক রেজভী জোমাদ্দার, ছাত্র সমাজের উপজেলার আহ্বায়ক জাহিদুল ইসলাম সরদার ও নদমূলা ইউনিয়ন যুব সংহতির সাধারণ সম্পাদক আজিজুল হক বাবু প্রমুখ।
অনুষ্ঠান শেষে ভান্ডারিয়া উপজেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মানসুর খানের নেতৃত্বে সংসদ সদস্যর হাতে ফুল দিয়ে যুবলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় পার্টি জেপিতে যোগদান করেন।