সকল মসজিদে জুমার নামাজের খুৎবায় জঙ্গী বিরোধী আলোচনা

সকল মসজিদে জুমার নামাজের খুৎবায় জঙ্গী বিরোধী আলোচনা
সকল মসজিদে জুমার নামাজের খুৎবায় জঙ্গী বিরোধী আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নিউজিল্যান্ডের মসজিদে এবং শ্রীলংকার গীর্জায় সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশে জঙ্গী বিরোধী আলোচনা করেন স্ব-স্ব মসজিদের খতিব ও ইমামগণ। বরিশাল নগরীর জামে এবায়দুল্লাহ এবং জামে কশাই মসজিদের খতিবগণ বলেন, ইসলাম বিরোধী চক্রান্তের অংশ হিসেবে জঙ্গিবাদ সৃষ্টি করা হচ্ছে। সারা বিশ্বে ইসলাম ধ্বংসের যে চক্রান্ত চলছে, বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা তারই বর্হিপ্রকাশ। তারা বলেন, পবিত্র কোরআন শরীফে উল্লেখ আছে এবং মহানবী (সা.) বিদায় হজ্বের ভাষণে বলেছেন, যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। অন্যের ধর্ম পালনে বাঁধার সৃষ্টি করা ইসলামের কোথাও নেই। ইসলামের নামে জঙ্গিবাদ ইসলাম বিরোধী ষড়যন্ত্র। তাই সকলকে জঙ্গিবাদের বিষয়ে সজাগ থাকার পাশাপাশি সন্তানদের প্রতি খেয়াল রাখতে আহ্বান জানানো হয় জুমার নামাজের খুৎবার আলোচনায়। খুৎবায় উপস্থিত মুসুল্লীরা বলেন, ইসলামের নামে যে কোন সন্ত্রাসী ঘটনার নিন্দা এবং ঘৃণা জানান তারা। সবাইকে যার যার মতো করে ধর্ম পালনের সুযোগ দেওয়ার আহ্বান জানান মুসুল্লীরা।