দেশ টিভি নিউজের বরিশাল ব্যুরো প্রধান হয়েছেন রাহাত খান

দেশ টিভি নিউজ এ বরিশাল ব্যুরো প্রধান হিসেবে যোগদান করলেন সিনিয়র সাংবাদিক রাহাত খান।
গত সোমবার (২১ মার্চ) দেশ টিভি নিউজ এর প্রধান কার্যালয়ে বরিশাল ব্যুরো প্রধান হিসেবে যোগদান পত্র গ্রহন করেন। দেশ টিভি নিউজের প্রধান বার্তা সম্পাদক বোরহানূল সম্রাট তার হাতে নিয়োগ পত্র তুলেদেন।
এর আগে নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন এর ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন রাহাত খান। তিনি বর্তমানে জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন বরিশাল এর নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন।
রাহাত খানের কর্মজীবনে গণমাধ্যমের বিভিন্ন স্তরে সুনামের সাথে কাজ করেছেন। তিনি কর্মজীবনের শুরুতেই আঞ্চলিক দৈনিক, জাতীয় দৈনিক, টেলিভিশন ও নিউজ টেলিভিশনকাজ করেছেন।
এছাড়াও জাতীয় দৈনিক যুগান্তর, আর টিভি, নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর, নিউজ টোয়েন্টি ফোর, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ র্কমরত ছিলেন। দেশ টেলিভিশন বর্তমানে নতুন রুপে দেশ নিউজ টেলিভিশন হওয়ায় তিনি বরিশাল ব্যুরো প্রধান হিসেবে যোগদান করেন।
কর্মজীবনের শুরুতে বরিশালে উদীয়মান তরুণ ও সাহসি সাংবাদিক হিসেবে মানুষের মাঝে পরিচিতি মিলে রাহাত খানের। তাঁর সাহসিকতার যথাযথ ব্যবহার এবং প্রয়োগ করে সমাজ, দেশ ও মানুষের জন্য সংবাদ নিয়ে কাজ করে যাচ্ছেন দিন-রাত। সত্য প্রকাশে সাহসী সাংবাদিকতায় রাহাত খানের ভুমিকা অপরিশিম। তাই তার পেশাদারিত্ব প্রশংসিত হয়েছে বহুবার। পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দ্বায়িত্ব পালন কালে নগরীর সাংবদিকদের ওপর হামলা, আইনি বা রাজনৈতিক হামলা এবং সাধারণভাবে সংবাদ স্বাধীনতায় বাঁধার ঝুঁকি মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছেন রাহাত খান।