বরগুনায় রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির যুক্তিতর্ক শুরু

বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির যুক্তিতর্ক শুরু হয়েছে আজ। সকাল সাড়ে ১০ টায় বরগুনা জেলা দায়রা জজ মোঃ আসাদুজ্জামানের আদালতে যুক্তি তর্ক করবেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এ সময় জেলে থাকা ৭ আসামিকে আদালতে হাজির করা হয়। এছাড়াও জামিনে থাকা রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিও আদালতে উপস্থিত ছিলেন।
করোনা ভাইরাসের কারণে আদালত বন্ধ থাকায় দীর্ঘ ৫ মাস পর আদালত পুনরায় চালু করা হয়।
গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে বন্ড বাহিনী। পরে ওই বছরের ১ সেপ্টেম্বর বিকেলে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক এই দুই ভাগে বিভক্ত করে দুটি তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। তদন্ত প্রতিবেদনে ১০ জন প্রাপ্তবয়স্ক আসামির পাশাপাশি ১৪ জন অপ্রাপ্তবয়স্ক আসামির বিরুদ্ধে অভিযোগ আনা হয়।