দেশে রাজনীতিতে অস্থিরতা চলছে

ইসলামী আন্দোলনের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে অস্থিরতা চলছে। এদেশের শিক্ষা-সংস্কৃতি ও জাতিসত্তা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। নীতি ও আদর্শের ক্ষেত্রে অটল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত ৩৫ বছর ধরে রাজনীতিতে পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় ঐতিহাসিক চরমোনাইর বার্ষিক মাহফিলে ওলামা ও সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
তিনি বলেন, স্বাধীনতার ৫২ বছরে যারা রাজনীতি করেছে তারা মানুষের অধিকার প্রতিষ্ঠায় ও ঐক্য-সংহতি প্রতিষ্ঠার রাজনীতি করে নাই, একারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্য কাজ করছে। আমরা মনে করি, দেশের চলমান অস্থিরতা নিরসনের একমাত্র পথ হলো ইসলামকে বিজয়ী করা। সুতরাং সকল ইসলামী দলের সমন্বয়ে মজবুত ইসলামী প্লাটফর্ম গড়ে তুলতে হবে।
ওলামা ও সুধী সম্মেলনে আরো বক্তব্যে রাখেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম,
দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, শায়খ জাকারিয়া রহ. ইসলামী রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতী মিজানুর রহমান, ঢালকা নগরের পীর মাওলানা জাফর আহমদ, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, ইসলামী আন্দোলনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আক্কাস আলী সরকার ,কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. বেলাল নুর আজিজী, খুলনা দারুল উলুম মাদরাসার মুহতামিম মাওঃ মোশতাক আহমেদ , জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব জোবায়ের আহমেদ, মুফতী মুহিবুল্লাহ , ভারতের দারুল উলুম দেওবন্দ এর সিনিয়র শিক্ষক আল্লামা শাহ আলম, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড. ফারুখ আহমেদ, কাতার ধর্ম মন্ত্রণালয়ের মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল বাতেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মাওলানা বজলুর রহমান খান, ফেনী ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতী ইউসুফ কাসেমী প্রমুখ।
এদিকে চরমোনাই মাহফিলে আগত মুসল্লীদের মধ্যে ৪ জন মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে চরমোনাই মাহফিল হাসপাতাল (সিএমএইচ) কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুবরণকারি মুসল্লীরা হলেন নওগাঁ সদরের আঃ রহমানের ছেলে হারুনুর রশীদ, ময়মনসিংহ জেলার ফুলপুর গ্রামের লিয়াকত মণ্ডলের ছেলে মো. সাদেক মিয়া, গোপালগঞ্জ জেলার মোকসেদপুরের মৃত তোফাজ উদ্দীন শেখের ছেলে মো. রওশন শেখ ও জামালপুর জেলার মাদারগঞ্জের মৃত মাহামুদ মুন্সীর ছেলে মো. জামাল উদ্দিন । তাদের নামাজে জানাজা শেষে মরদেহ স্বজনদের
কাছে পৌঁছে দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আগামী শনিবার (১৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮ টায় চরমোনাই পীরের আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।