দেশে ১০ মৃত্যু, শনাক্ত ৩৩৯

দেশে ১০ মৃত্যু, শনাক্ত ৩৩৯

করোনায় দেশে ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা সংক্রমণ ধরা পড়েছে ৩৩৯ জনের শরীরে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানায়। 

তাদের তথ্যে জানা যায়, দেশে এ পর্যন্ত করোনায় ২৭ হাজার ৭৭৮ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৫ হাজার ৮২৭। 

গত একদিনে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ২৬৬ জনই ঢাকা বিভাগের। করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত ১০ জনের তিনজন ঢাকা বিভাগের এবং তিনজন খুলনা বিভাগের।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন আরো ৫০৯ জন। এ নিয়ে মোট ১৫ লাখ ২৮ হাজার ৩৭১ জন সুস্থ হয়েছেন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।