দেশে ২৪ হাজার মৃত্যু ছাড়িয়ে

দেশে ২৪ হাজার মৃত্যু ছাড়িয়ে

দেশে এক দিনে করোনাভাইরাসে আরো ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এর ফলে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়ে গেল। এ পর্যন্ত দেশে মোট ২৪ হাজার ১৭৫ জনের প্রাণ গেছে করোনাভাইরাসে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোবাবর সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৩৩ হাজার নমুনা পরীক্ষা করে আরও ৬ হাজার ৬৮৪ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। 
 
নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জন।

আগের দিন শনিবারও ৩৩ হাজার নমুনা পরীক্ষা করে ৬ হাজার ৮৮৫ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। 

সে হিসেবে গত এক দিনে শনাক্তের সংখ্যা একটু কমলেও মৃত্যু বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল রোববার নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ২৫ শতাংশ। এই হার আগের দিন ছিল ২০ দশমিক ৬৬ শতাংশ। করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারে জুলাই মাসের বড় একটি সময় তা ৩০ শতাংশের উপরে বা আশপাশে ছিল।
সরকারি হিসেবে এক দিনে সেরে উঠেছেন ১১ হাজার ৩৭১ জন জন। তাদের নিয়ে এই পর্যন্ত ১২ লাখ ৯২ হাজার ৬৯৮ জন সুস্থ হলেন।

দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ৩০ জন। অর্থাৎ এই সংখ্যক মানুষ এখন নিশ্চিতভাবে করোনাভাইরাস সংক্রমিত অবস্থায় রয়েছেন।