বরিশালে করোনায় মৃত্যুর হার কমেছে

বরিশালে করোনায় মৃত্যুর হার কমেছে

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী ও মৃত্যুর সংখ্যা কমেছে। তবে পিসিআর ল্যাবে আবার বেড়েছে শনাক্তের হার। গত ২৪ ঘন্টায় ৫ জন রোগীর মৃত্যু হয়েছে করোনা ওয়ার্ডে। সেখানে এখনও চিকিৎসাধীন রয়েছেন ১৫৬ জন রোগী। করোনা ডেডিকেটেড জেনারেল হাসপাতালে বিগত ২৪ ঘন্টায় কোন রোগী মারা যায়নি। সেখানে চিকিৎসাধীন রয়েছেন ৩১ জন রোগী।   

গত রোববার শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ১৬৬ জন রোগী। গত ২৪ ঘন্টায় চিকিৎসায় সুস্থ্য হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন রোগী। একই সময় নানা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ২১ জন রোগী ভর্তি হয়েছেন। বিগত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৫ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

গতকাল সোমবার সকাল পর্যন্ত ৩০০ শয্যার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো গত দেড় মাসের মধ্যে সর্বনি¤œ ১৫৬ জন রোগী। গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৫ জনসহ গত বছরের ১৭ মার্চ করোনা ওয়ার্ড চালুর পর থেকে এ পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ২৮০ জন রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩৬৩ জনের করোনা ছিলো পজেটিভ। 

এদিকে করোনা ডেডিকেটেড জেনারেল হাসপাতালে গত ২৪ ঘন্টায় কোন রোগী মারা যায়নি। তবে সেখানে গতকাল সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলো ৩১ জন রোগী। 

অপরদিকে চিকিৎসাধীন রোগী ও মৃত্যুর সংখ্যা কমলেও মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে আবার বেড়েছে করোনা শনাক্তের হার। সব শেষ গত রবিবার রাতের রিপোর্টে ১৮৯ জনের নমুনা পরীক্ষায় ৮৮ জনের করোনা পজেটিভ হয়েছে। নমুনা পরীক্ষায় গড়ে করোনা শনাক্তের হার ৪৬ দশমিক ৫৬ ভাগ। এর আগে শনিবারের রিপোর্টে শনাক্তের হার ছিলে ৩৭ দশমিক ৭৫ ভাগ, শুক্রবার ৩০ দশমিক ৮৪ ভাগ, বৃহস্পতিবার ২৮ ভাগ, বুধবার ৩৪ দশমিক ৭১ ভাগ, মঙ্গলবার ২৯ দশমিক ৪৫ ভাগ, সোমবার ৩৪ দশমিক ২৯ ভাগ এবং গত রবিবার (৮ আগস্ট) শনাক্তের হার ছিলো গত ২ মাসের মধ্যে সর্বনি¤œ ১২ দশমিক ২৩ ভাগ।

গত বছরের ৮ এপ্রিল বরিশালে পিসিআর ল্যাব চালুর পর গত ৫ জুলাই সর্বাধিক ৭৩ দশমিক ৯৪ ভাগ করোনা শনাক্ত হয়।