দেশের মানুষ সুন্দর জীবন পাবে এটাই লক্ষ্য

দেশের মানুষ সুন্দর জীবন পাবে এটাই লক্ষ্য

‘মানুষের কল্যাণই আওয়ামী লীগের কাছে বড়, নিজে ক্ষমতায় টিকে থাকাই বড় নয়। দেশের মানুষ উন্নত ও সুন্দর জীবন পাবে এটাই আমাদের লক্ষ্য।’

রোববার ১২১, ১২২, ১২৩তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি শাহবাগ বিসিএস প্রশাসন একাডেমির সঙ্গে যুক্ত হন প্রধানমন্ত্রী।

এসময় তিনি আরও বলেন, উয়ন্নয়নশীল দেশ হয়েছে, এখন সরকারের পরিকল্পনা- বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলা। যাতে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে প্রশাসনের নবীন কর্মকর্তারা।

তিনি বলেন, বাংলাদেশকে ২০৪১ সালে উন্নত দেশ গড়ার কারিগর হবে এখনকার নবীন কর্মকর্তারা।

তিনি জানান, বঙ্গবন্ধুর প্রতিশ্রুতি অনুযায়ী ভূমিহীন মানুষকে ঘর দিচ্ছে সরকার। ঘর পাওয়ার পর মানুষ তাদের জীবন অর্থবহ করতে পারছে। ওয়াদা অনুযায়ী শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুষ্ঠু পরিকল্পনা নিয়ে সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের সুফল পাচ্ছে দেশবাসী। উন্নয়নশীল এ দেশকে আরও এগিয়ে নিতে সর্বাত্মকভাবে কাজ করতে হবে প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের।

উদ্ভাবনী দক্ষতা দিয়ে সমস্যার সমাধান করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিশ্রুতিশীল দক্ষ প্রশাসন সরকারের কর্মকাণ্ড বাস্তবায়নে সহায়ক শক্তি।’

এসময় সরকার প্রধানের পক্ষে প্রশাসনের নবীন কর্মকর্তাদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।