দেশের সব বিমানবন্দরে এবার অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ

দেশের সব বিমানবন্দরে এবার অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ

করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে সারাদেশে গণপরিবহন বন্ধের পর মঙ্গলবার দেশের সব বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন ‘আজ রাত ১২টা থেকে অভ্যন্তরীণ রুটে সকল বিমানের ফ্লাইট বন্ধ থাকবে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বজায় থাকবে।’

এর আগে গত ২১ মার্চ রাত ১২টা থেকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১০টি দেশের সঙ্গে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করে বাংলাদেশ। 

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, যে চারটি রুটে ফ্লাইট চলমান আছে সেগুলোও ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। বুধবার বন্ধ হবে ব্যাংকক রুট, ২৯ মার্চ বন্ধ হবে হংকং রুট। আর বাকি দুটি রুটও যেকোন দিন বন্ধ করা হতে পারে।