দৈনিক দ্বীপাঞ্চলের ৩১ বছরে পদার্পনে গুনিজন সংবর্ধনা

দৈনিক দ্বীপাঞ্চলের ৩১ বছরে পদার্পনে গুনিজন সংবর্ধনা

বরগুনার স্থানীয় পত্রিকা দৈনিক দ্বীপাঞ্চলের ৩১ বছরে পদার্পন উপলক্ষ্যে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে  রবিবার সকালে আলোচনা সভা ও গুনিজন সংর্বাধনার আয়োজন করা হয়।

বরগুনা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রতাপ চন্দ্র বিশ্বাস ও বরগুনা সরকারী বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজহার উদ্দিনকে সম্মাননা দেয়া হয়। 

দ্বীপাঞ্চল সম্পাদক মো: মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সরকারী কলেজের অধ্যক্ষ ড. মতিউর রহমান, বিশেষ অতিথি ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাস।

আলোচনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ , মো: হাসানুর রহমান ঝন্টু , লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল, বরগুনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক অ্যাডভোকেট সোহেল হাফিজ, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি মো: হাফিজুর রহমান, সাধারন সম্পাদক রেজাউল ইসলাম টিটু , সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক ফসল পাটোয়ারী প্রমুখ । অনুষ্ঠান পরিচালনা করেন দীপ্ত টিভির বরগুনা প্রতিনিধি শাহ আলী।