দৌলতখানে বিপুল ভোটে বিজয়ী জাকির হোসেন তালুকদার

ভোলার দৌলতখান পৌরসভা নির্বাচনে তৃতীয় বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী জাকির হোসেন তালুকদার।
নৌকা প্রতীকে ৫ হাজার ৮৩০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন কাকন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৪০ভোট। শনিবার রাত ৮টার দিকে বেসরকারীভাবে চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বেগম খালেদা আক্তার ফেন্সি।
দৌলতখান পৌরসভায় শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ভোট কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১২হাজার ৬০৬জন।
উল্লেখ্য, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে প্রতিটি কেন্দ্রে তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী।