দ্বিতীয় দিনের মতো অভিযান চলছে ফুলবাড়িয়া মার্কেটে

দ্বিতীয় দিনের মতো অভিযান চলছে ফুলবাড়িয়া মার্কেটে

রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এর অবৈধ দোকান অপসারণে বুধবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টায় দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

তবে উচ্ছেদের বিরুদ্ধে আজও বিক্ষোভ করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাদের দাবি, পুনর্বাসন না করে উচ্ছেদ অভিযান বন্ধ করতে হবে।

ডিএসসিসি সূত্র জানায়, ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এ অবৈধভাবে ৯১১টি দোকান নির্মাণ করা হয়েছিল। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে সাড়ে ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান, এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ও তানজিলা কবির ত্রপার নেতৃত্বে ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এর ব্লক-এ, ব্লক-বি এবং ব্লক-সিতে অভিযান চালানো হয়। তখন অভিযান বন্ধ করতে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

এ সময় ব্যবসায়ীরা কয়েকটি গাড়ির কাঁচ ভেঙ্গে দেয় ও ‘অভিযান বন্ধ কর’ স্লোগান দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক সাংবাদিকসহ তিনজন আহত হন। তখন সাত রাউন্ড টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তিন শতাধিক দোকান গুঁড়িয়ে দেয় ডিএসসিসি।

আজ দুপুর ১২টায় ডিএসসিসি ওই তিন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান বলেন, ‘এই মার্কেটের ভিতরে আরও অনেক অবৈধ দোকান রয়েছে। সেগুলো আজ গুঁড়িয়ে দেয়া হবে।’


ভোরের আলো/ভিঅ/০৯/১২/২০২০