মজিবর রহমান সরোয়ারের বিরুদ্ধে বাসায় ডেকে নিয়ে শ্রমিক দলের কমিটি গঠনের অভিযোগ

বরিশালে কাউন্সিলরদের মতামত উপেক্ষা করে জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম নামে একজনকে কো-অপ্ট করার অভিযোগ উঠেছে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের বিরুদ্ধে।
গত শুক্রবার দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব ও শ্রমিক দলের কেন্দ্রীয় উপদেষ্টা মজিবর রহমান সরোয়ারের নগরীর কাউনিয়ার বাসভবনে এক ঘরোয়া সভায় এই সিদ্ধান্ত হয়।
৫১ সদস্য বিশিষ্ট জেলা শ্রমিক দলের মাত্র ৫জন সদস্য ওই সভায় উপস্থিত ছিলেন। সরোয়ার তার অনুসারীদের নিয়ে একতরফা সভা করে কাউন্সিলরদের মতামত ছাড়া জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কো-অপ্ট করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
মজিবর রহমান সরোয়ার জেলা শ্রমিক দলের সভাপতি হলেও শুক্রবার রাতে তার বাসায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি আব্দুল হক। সভায় সরোয়ারও উপস্থিত ছিলেন। আব্দুল হকসহ ৫ জন কাউন্সিলর সভায় উপস্থিত ছিলেন। বিভিন্ন উপজেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে জেলা কমিটির কাউন্সিলর হলেও উপজেলা বিএনপি ও শ্রমিক দলের কর্মী-সমর্থকদের কন্ঠভোটে বরিশাল শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত সেকশন অফিসার মো. সাইফুল ইসলামকে জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে কো-অপ্ট করা হয়। এই প্রস্তাবে সমর্থন না দিয়ে সভা ত্যাগ করেন সদর থানা শ্রমিক দলের সভাপতি মো. রফিকুল ইসলাম, জেলা শ্রমিক দলের ১ নম্বর সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাদের এবং নেয়ামুল হাওলাদার।
সভা বয়কটকারী আব্দুল কাদের অভিযোগ করেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদকসহ কয়েকটি পদ দীর্ঘদিন ধরে শূন্য। শূন্যপদগুলো পূরণ করতে গতকাল জেলা শ্রমিক দলের সভাপতি মজিবর রহমাস সরোয়ারের বাসায় সভা আহ্বান করা হয়। তবে সকল কাউন্সিলরদের বিষয়টি জানানো হয়নি। ১৫ সদস্যের জেলা কমিটির মাত্র ৫ জন এবং বিভিন্ন উপজেলা কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। সভার শুরুতেই অংশগ্রহণকারী সকলের স্বাক্ষর আদায় করা হয়। সভায় পদবীধারী নয় এমন নেতাদের কন্ঠভোটে মো. সাইফুল ইসলামকে জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত হয়। গঠনতন্ত্র বিরোধী হওয়ায় এ সময় তারা ৩ জন কাউন্সিলর সভা বয়কট করেন। তারা এই সিদ্ধান্ত মানেন না বলে জানান।
ওই সভায় সভাপতির দায়িত্ব পালন করা জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল হক বলেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদকসহ কয়েকটি পদ শূন্য। শূন্য পদ পূরণ করতে সভা ডাকা হয়েছিলো। সভায় অংশগ্রহণকারীদের কন্ঠভোটে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়োগ দেয়া হয়। অন্যান্য শূন্যপদ পর্যায়ক্রমে পূরণ করা হবে। গতকালের সভায় জেলা শ্রমিক দলের সভাপতি মজিবর রহমান সরোয়ার উপস্থিত ছিলেন বলে জানান সভার সভাপতি আব্দুল হক।