নিরাপদ নগরী হবে বরিশাল- ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের বিসিসি মেয়রপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন- ইসলাম সবসময় শান্তির বার্তা দেয়। দলাদলি, দুর্নীতি, ত্রাসের রাজনীতি এবং জনগণের জন্য বরাদ্দকৃত অর্থ লোপাট করার শিক্ষা ইসলাম দেয় না। সুতরাং আমরা যেহেতু ইসলামী রাজনীতি করি সেহেতু আমি মেয়র হিসেবে বিজয়ী হলে ইসলামের প্রকৃত সৌন্দর্য অনুযায়ী বরিশালের দল ও মতের মানুষের জন্য বরিশালকে নিরাপদ নগরী হিসেবে প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ।
শুক্রবার ২ জুন নথুল্লাবাদ সিদ্দীকি জামে মসজিদে জুমার সালাত আদায়ের পর মসজিদ প্রাঙ্গনে।
মুফতী ফয়জুল করীম বরিশাল সদরের বাসিন্দা হয়ে হঠাৎ সিটিতে ভোট ট্রান্সফার করে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন? গণমাধ্যম কর্মীদের বলেন, মেয়র প্রার্থীদের মধ্যে আমিই বরিশাল সদরের বাসিন্দা। সে হিসেবে এখানে নির্বাচন করার অধিকার সবার থাকলেও আমার প্রায়োরিটি অন্যদেও তুলনায় বেশি হবার কথা।
মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই বরিশাল ২৪নং ওয়ার্ড দাবারি বাড়ি এলাকা, ২৫নং ওয়ার্ড গাউছিয়া সড়ক ও কারিকর বিড়ি ব্রাঞ্চ রোড, রজ্জব আলী খান মসজিদ এলাকা, রূপাতলী বাসস্ট্যান্ড এবং ভূঁইয়া বাড়ী জামে মসজিদ এলাকায় গণসংযোগ করেন।