দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগনের নাভিশ্বাস উঠেছে, ক্ষুধার্থ বাঘ কাকে কখন ছোবল দেয় তা বলা যায় না

দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগনের নাভিশ্বাস উঠেছে, ক্ষুধার্থ বাঘ কাকে কখন ছোবল দেয় তা বলা যায় না

আমাদের দেশে যতক্ষন পর্যন্ত টেনে চেয়ার থেকে নামানোর ব্যবস্থা না করা যায়, ততক্ষন পর্যন্ত সংশ্লিস্টদের কানে জনগনের কথা পৌঁছায় না। জনদাবী আদায়ের জন্য যে কর্মসূচী গ্রহন করা প্রয়োজন পর্যায়ক্রমে সেই কর্মসূচী বাস্তবায়ন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আগামী ২০ মে বিকেলে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে আজ বুধবার বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, দেশের দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগনের মাঝে নাভিশ্বাস উঠেছে। মানুষ না খেয়ে থাকছে। ক্ষুধার্থ বাঘ কাকে কখন ছোবল দেয় তা বলা যায় না। ক্ষুধার জ্বালায় মানুষ গর্জে উঠেছে। ক্ষুধার্থ মানুষ কে সরকারে আর কে সরকারে নয় তা দেখবে না। দাবী আদায়ে তারা রাজপথে ঝাঁপিয়ে পড়বে বলে প্রত্যাশা করেন তিনি। 

ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সমাবেশ সফল করতে সংশ্লিস্টদের সহযোগীতা কামনা এবং তাদের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয় আজকের সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন কাওছার, সদস্য সচিব উপাধ্যক্ষ মাওলানা মো. সিরাজুল ইসলাম ও মাওলানা মো. ইদ্রিস আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।