হত্যা মামলার মৃত্যুদন্ড পলাতক আসামী বিপ্লব বরিশালে গ্রেপ্তার

ঢাকার মতিঝিল ও শ্যামপুর থানার পৃথক দুটি হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী কামাল হোসেন বিপ্লব ওরফে পাভেলকে বরিশালের উজিরপুরে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকাল ১১টার দিকে ওই উপজেলার দক্ষিন ধামুরা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে উজিরপুর থানা পুলিশ।
এর সত্যতা নিশ্চিত করে উজিরপুর থানার ওসি আলী আর্শাদ জানান, পাভেল ঢাকায় বসবাস করেন। পাভেলের বিরুদ্ধে ঢাকার মতিঝিল ও শ্যামপুর থানায় দায়েরকৃত পৃথক দুটি হত্যা মামলায় আদালত পৃথক মৃত্যুদন্ডাদেশ দিয়েছে।
এছাড়া মতিঝিল থানায় আরেকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। উজিরপুর থানয় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা পাঠানো হয়েছে। আজ সকালে সে তার চাচা ও শ্বশুড় আবুল হোসেন বেপারীর জানাজায় অংশ নিতে গ্রামের বাড়ি আসে।
গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ওসি।