দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে কৃষকদলের বিক্ষোভ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে কৃষকদলের বিক্ষোভ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও র‌্যালী করেছে কৃষক দল। 

শুক্রবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টায় দক্ষিণ ও উত্তর জেলা কৃষক দলের উদ্যোগে নগরীর সদরে বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

বরিশাল দক্ষিণ জেলা কৃষকদলের আহ্বায়ক এইচ.এম মহসিন আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব সফিউল আলম সাফরুল, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন তালুকদার, মহানগর কৃষক দলের আহ্বায়ক আব্দুর রসিদ চৌধুরী, যুগ্ম আহবায়ক মেজবা সালেকিন জামিল, বরিশাল উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক ননি মোঃ জামাল হোসেনসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

ভোটার বিহীন সরকার সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে বিদেশে পাচার করছে। একারনে নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তাই অবিলম্বে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনার দাবি জানান বক্তারা।

বিক্ষোভ সমাবেশ শেষে নগরীর সদর রোডে র‌্যালীতে অংশ নেন সমাবেশে উপস্থিত নেতাকর্মীবৃন্দ।