দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

দাম কমাও, জান বাঁচাও স্লোগানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রির মূল্য অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ও সিপিবি।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ও সিপিবি জেলা কমিটির আয়োজনে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমন সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা সম্পাদক দুলাল মজুমদার, সদস্য কে কে আজাদ, মহানগর সভাপতি বিমল মুখার্জী, নারী নেত্রী খাদিজা বেগম সহ অন্যান্যরা।
বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, বাজারে দ্রব্য মূল্যর ঊর্ধ্বগতির কারনে দেশের ৯৫ ভাগ মানুষ দুর্বিসহ জীবন যাপন করছে।