বরিশালে ৬ ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশালে ৬ ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে জরিমানা


বরিশালের নগরে অভিযান চালিয়ে ৬ ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সদস্যদের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও মো. শাহ্ শোয়াইব এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।


বাকেরগঞ্জ বীজ ভান্ডারের প্রোপাইটর এস এম জাকির হোসেন, আল আমিন বীজ ভান্ডারের প্রোপাইটর মো. আল আমীন, বরিশাল সিটি বীজ ভান্ডারের প্রোপাইটর মো. রফিকুল ইসলাম, তালুকদার বীজ ভান্ডারের প্রোপাইটর মো. ইলিয়াছ, এস এ ইন্টারন্যাশনালের প্রোপাইটর মো. লোকমান হোসেন ও নিউ বরিশাল বীজ ভান্ডার প্রোপাইটর মো. গোবিন্দ সাহাগণদেরকে মূল্যের তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদ উর্ত্তীণ পণ্য বা ঔষধ বিক্রয় করায় মোট ১৮ হাজার  টাকা জরিমানা আদায় করা হয়।