দ্রুতই সীমান্তে মারণাস্ত্রের ব্যবহার বন্ধ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্রুতই সীমান্তে মারণাস্ত্রের ব্যবহার বন্ধ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সীমান্তে হত্যা বন্ধে ভারত ও মিয়ানমারের সঙ্গে সমঝোতা চুক্তি হয়েছে-দ্রুত সীমান্তে হত্যা বন্ধ হয়ে যাবে।

বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী থানা উদ্বোধন শেষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিএনপির আন্দোলন ও সমাবেশ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দল হিসেবে শান্তিপূর্ণ সমাবেশ করতে পারলে কোনো অসুবিধা নেই, কিন্তু রাস্তা অবরোধ, ভাঙচুর করলে মামলা হবে। সহিংসতা হলে আইনশৃঙ্খলা বাহিনী ছাড় দেবে না।

মন্ত্রী আরো বলেন, পঞ্চগড় বাংলাবান্ধা বন্দর চালু করার জন্য দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেনসহ আরো অনেকে।

পরে থানা উদ্বোধন উপলক্ষে ভুল্লী থানা বাস্তবায়ন কার্য পরিচালনা কমিটির উদ্যোগে স্থানীয় কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে জনসভার আয়োজন হয়।

জনসভায় বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বক্তব্য দেন।

এর আগে তিনি সদর উপজেলার লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘরে মুক্তিযুদ্ধ গ্যালারি উদ্বোধন করেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরো বলেন, আদালতে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএসের জড়িত থাকার অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় যারা জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৯ মার্চ ঠাকুরগাঁওয়ে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেওয়ার পর ২০১৯ সালের ২১ অক্টোবর পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় ঠাকুরগাঁও সদর থানাকে বিভক্ত করে ভুল্লী নামে নতুন থানা গঠনের প্রস্তাব অনুমোদন পায়। পরে সদর উপজেলার আউলিয়াপুর, দেবীপুর, বড়গাঁও, বালিয়া ও শুখানপুকুরী ইউনিয়ন নিয়ে অবশেষে ভুল্লী থানার যাত্রা শুরু হলো।