বুস্টার ডোজ নিতে কোনো নিবন্ধন লাগবে না

বুস্টার ডোজ নিতে কোনো নিবন্ধন লাগবে না

করোনাভাইরাসের জন্য বুস্টার ডোজ টিকা নিতে কোনো নিবন্ধন লাগবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, খুব দ্রুত সময়ের মধ্যেই দেশে দুই ডোজ টিকা নেওয়া মানুষের কাছে এসএমএস (খুদে বার্তা) চলে যাবে। এর পর বুস্টার ডোজ নিতে পারবে মানুষ।

গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়নের মুলাইদ এলাকার এক্সিকিউটিভ গ্রিনটেক পোশাক কারখানায় শ্রমিকদের করোনা টিকা প্রদানের এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

টিকা প্রদান কর্মসূচিতে এ কারখানার তিন হাজার নারী-পুরুষ শ্রমিকদের মাঝে টিকা কার্যক্রম শুরু করে কারখানা কর্তৃপক্ষ। আজ প্রথম দিন এক হাজার ও আগামীকাল দ্বিতীয় দিনে আরো দুই হাজার শ্রমিকের মাঝে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে। এ দিন শ্রমিকদের অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন দেওয়া হয়।

এ অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন কেয়ার বাংলাদেশ ও ইউনিসেফ।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, করোনার বুস্টার ডোজ টিকার কোনো সংকট হবে না। দেশে পর্যাপ্ত টিকার মজুত রয়েছে। শঙ্কিত হওয়ার কিছু নেই গ্রাম পর্যায়েও বুস্টার ডোজ টিকা পাবে মানুষ।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক ডা. বেলাল হোসেন, জাতীয় পুষ্টি বিভাগের পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান, গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. খাইরুজ্জামান, কেয়ার বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. ইখতিয়ার উদ্দীন খন্দকার, সোশ্যাল কমপ্লায়েন্স ম্যানেজার এস এম রাশেদ মাহমুদ, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস প্রমুখ।