ধর্ষকদের শাস্তি মৃত্যুদণ্ড আইন কার্যকর দাবিতে বরিশালে বিক্ষোভ

বরিশালে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আইন কার্যকর এবং সমাজের সর্বস্থর থেকে অশ্লিলতা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বরিশালের সর্বস্থরের উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার ব্যানারে শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হাফেজ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা ওবাইদুর রহমান, মহানগর ইমাম সমিতি সভাপতি কাজী আব্দুল মন্নান, সাধারণ সম্পাদক মাওলানা শামসুল আলম, মাওলানা মির্জা নুরুর রহমান বেগ, হাফেজ মাওলানা রুহুল আমিন, মাওলানা আ. রব, মাওলানা নুরুল আলম ও মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ। সমাবেশে বিভিন্ন মাদ্রাসার বিপুল সংখ্যক ছাত্র-শিক্ষক ও নগরীর বিভিন্ন মসজিদের ইমামরা অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে একই দাবীতে তাদের একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।