ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা বরিশালে

বরিশালে চাকরি ও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে এক আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে আদাতে মামলা হয়েছে। ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মনিরের বিরুদ্ধে ওই মামলা করা হয়েছে। মামলায় আ.লীগ নেতা মনির ছাড়াও ধর্ষণে সহযোগিতার অভিযোগে ওই উপজেলার জাঙ্গালিয়া এলাকার মিঠু সিকদার নামে একজনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে কাঠালিয়া উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের আমুয়া গ্রামের এক যুবতী বাদি হয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলাটি করেছেন।
বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ শুনানি শেষে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বরিশাল কোতয়ালী মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। আগামী ৪ অক্টোবর ধার্য তারিখের আগে ওই প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, বাদি ২০১৭ সালে এইচএসসি পাস করে তৎকালীন ভাইস চেয়ারম্যান এমদাদুল হক মনিরের কাছে চাকরির জন্য গেলে তিনি তাকে চাকরির প্রলোভন দেখিয়ে প্রথমে প্রেম এবং পরে বিয়ের প্রস্তাব দেন। পরবর্তীতে কাগজে সাক্ষর নিয়ে বিয়ে হয়েছে দাবি করে বরিশাল নগরীর আগরপুর রোডের একটি ভাড়া বাসায় নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন। সম্প্রতি তাকে স্ত্রী হিসেবে অস্বীকার করে চেয়ারম্যান মনির। এ ঘটনায় ধর্ষণের শিকার নারী নিজে বাদী হয়ে ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি ও তার মা।
বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও বাদীর আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ মামলাটি আমলে নিয়ে শুনানী শেষে আগামী ৪ অক্টোবরের মধ্যে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য বরিশাল কোতয়ালী মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মনির মুঠোফোনে বলেন, তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে এই ধরণের মামলা দায়ের করা হয়েছে।