ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪ শিশুকে যশোর শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪ শিশুকে যশোর শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় খেলার কথা বলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার ৪ শিশুকে যশোর শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার বিকেলে বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটি আদালতের বিচারক এনায়েত উল্ল্যাহ এ নির্দেশ প্রদান করেন। এর আগে ৯ থেকে ১১ বছর বয়সী ওই ৪ শিশুকে বাকেরগঞ্জ থানা হেফাজত থেকে আদালতে নিয়ে আসে পুলিশের সদস্যরা।

ভিকটিমের পারিবারি সূত্রে জানাগেছে, বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রুনসী গ্রামে ওই ঘটনা ঘটে। খেলাধূলার কথা বলে গত রোববার বিকেলে বাড়ির পাশে একটি বাগানে নিয়ে শিশুটিকে অপর চার শিশু ধর্ষণ করে বলে দাবি পরিবারের। যে ঘটনায় মঙ্গলবার  দিবাগত রাতে শিশুটির বাবা বাকেরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। এদিকে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে আটক ৪ শিশুকে ওই মামলায় গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম।